ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার পরিচিত মুখ ওবাইদুল মাস্টারের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার পরিচিত ক্রীড়া ও শিক্ষা ব্যক্তিত্ব ওবাইদুল হক জোয়ার্দ্দারের (ওবাইদুল মাস্টার) দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার যোহরের নামাজের পর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ফুটবলার ও কোচ সরোয়ার হোসেন জোয়ার্দার মধু, মাহমুদুল হক লিটনসহ তার নিকট আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, রাজনৈতিক নেতা-কর্মী, ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে শেষ বিদায় জানানো হয়।
উল্লেখ্য, ওবাইদুল মাস্টার চুয়াডাঙ্গা এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জেলা অ্যাথলেটিক্স কোচ এবং জেলা স্কাউটের সাবেক জেলা কাব লিডার ও এএলটি ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার পরিচিত মুখ ওবাইদুল মাস্টারের দাফন সম্পন্ন

আপলোড টাইম : ০৬:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার পরিচিত ক্রীড়া ও শিক্ষা ব্যক্তিত্ব ওবাইদুল হক জোয়ার্দ্দারের (ওবাইদুল মাস্টার) দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার যোহরের নামাজের পর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ফুটবলার ও কোচ সরোয়ার হোসেন জোয়ার্দার মধু, মাহমুদুল হক লিটনসহ তার নিকট আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, রাজনৈতিক নেতা-কর্মী, ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে শেষ বিদায় জানানো হয়।
উল্লেখ্য, ওবাইদুল মাস্টার চুয়াডাঙ্গা এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জেলা অ্যাথলেটিক্স কোচ এবং জেলা স্কাউটের সাবেক জেলা কাব লিডার ও এএলটি ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।