চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে অধ্যাপক মাহবুবুর রহমান
জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে
- আপলোড টাইম : ০৬:৩৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ‘ইসলামী নীতি-আদর্শের মাধ্যমেই দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়া সম্ভব। আগামী নির্বাচনে ইসলামী নীতি-আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘৫৩ বছরে যারা শাসন করেছে, তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না। এখন তাদেরকে পরিবর্তন করতে হবে, ইসলামকে ক্ষমতায় আনতে হবে, বাতিলকে পরাজিত করতে হবে। মায়ের কোল খালি করা এবং বিদেশে টাকা পাচার করে বেগমপাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না।’
গতকাল সোমবার বেলা তিনটায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মাহবুবুর রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার এই সরকার নয়। তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের দুর্বলতা কোথায়? পিআর পদ্ধতির নির্বাচন হতে বাঁধা কোথায়? চাঁদাবাজ ও খুনিদের এ দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদেরকে যারা নির্বাচনে আহ্বান করে, তারা জনগণের সাথে ধোঁকাবাজি করছে। তাদের ধোঁকাবাজি জনগণ বুঝতে পারছে।’
তিনি আরও বলেন, ‘অন্য রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট করতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠনে কেউ ভয় পায় কেন? উচ্চ কক্ষ হোক আর নিম্নকক্ষ হোক, সব নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।’
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব, যুব নেতা মীর শফিউল এবং শ্রমিক নেতা মাওলানা সাইফুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী। এছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি ও জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মুফতি জুনাইদ আল হাবিবী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারী মাওলানা সাজেদুর রহমান ও ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার বক্তব্য দেন।
সম্মেলনে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দেওয়ার দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং শুরায়ী পদ্ধতিতে মনোনীত নতুন জেলা কমিটি ঘোষণা করেন।
নতুন জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুজ্জামান সজিব। এছাড়াও সহসভাপতি পদে আলহাজ্ব রুহুল আমীন সোহেল, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, এনামুল কবীর জিপসী, সেক্রেটারি তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি মো. আলিমুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মনিরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক মো. শামীম হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. বনি আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কে এম সাইফুল্লাহ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আকরাম হুসাইন সাইরাফী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. মোসারেফ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাকের আলী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইকতিয়ার উদ্দীন রানা বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক আবু বকর সিদ্দীক, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আজিজুল হক, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, সহ-অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিটন মিয়া, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ও সদস্য হিসেবে মুফতি রশিদ আহমাদ, মুফতি আবদুস সালাম, আলহাজ্ব সায়েদার, মাওলানা সাজেদুর রহমান, মো. নাজিম উদ্দীন, আবদুল মজিদ, ওমর ফারুক ও আবদুল মোমিন দায়িত্ব পেয়েছেন। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।