চুয়াডাঙ্গার নয়মাইল পশুহাট পরিদর্শনে জেলা প্রশাসক
- আপলোড টাইম : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদরের নয়মাইল পশুহাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়মাইল পশুহাট পরিদর্শনে এসে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। এসময়ে জেলা প্রশাসব হাট নিয়ন্ত্রণকারীদের কাছে জানাতে চান, প্রতিটি গরু ও ছাগল প্রতি বিক্রয়ের খাজনা কত করে আদায় করেন। এমন প্রশ্নের জবাবে তারা জানান, প্রতিটি ছাগল ১০০ টাকা ও গরু প্রতি ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা হারে খাজনা আদায় করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক মুনতাজ, সিন্দুরিয়া ভূমি সহকারী কর্মকর্তা ওহিদুল ইসলাম, বজলুর রহমান ও শংকরচন্দ্র ভূমি সহকারী কর্মকর্তা আতিকুল হাসান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপির নেতা বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, বিএনপির নেতা নাসিরউদ্দিন, আব্দুল মজিদ, যুবদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ।