ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে যুবকের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে তুষার হোসেন নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মন্জুরুল ইমাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত তুষার হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের আফসারুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মেহেরপুরের মুজিবনগর থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার বাগানপাড়া বাগাতিপাড়া গ্রামের মুজিবনগরের মোড় এলাকা থেকে তুষার হোসেনকে আটক করে। ওই সময় তার নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মারণীর ১৪ (খ) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মুজিবনগর থানা-মামলা নম্বর ১১। জিআর কেস নম্বর ১২৯/২১। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি আবু সালেহ মো. নাসিম এবং আসামি পক্ষে মীর আলমগীর ইকবাল কৌশলী ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে যুবকের ৫ বছরের কারাদণ্ড

আপলোড টাইম : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে তুষার হোসেন নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মন্জুরুল ইমাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত তুষার হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের আফসারুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মেহেরপুরের মুজিবনগর থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার বাগানপাড়া বাগাতিপাড়া গ্রামের মুজিবনগরের মোড় এলাকা থেকে তুষার হোসেনকে আটক করে। ওই সময় তার নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মারণীর ১৪ (খ) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মুজিবনগর থানা-মামলা নম্বর ১১। জিআর কেস নম্বর ১২৯/২১। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি আবু সালেহ মো. নাসিম এবং আসামি পক্ষে মীর আলমগীর ইকবাল কৌশলী ছিলেন।