মেহেরপুরে শহীদ তারিকের ১১তম শাহাদাতবার্ষিকী পালন
- আপলোড টাইম : ০৬:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে শহীদ তারিক মো. সাইফুল ইসলামের ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাওহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের ইসলামী আমির মাওলানা মো. তাজউদ্দিন খান।
মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলারের সঞ্চালনার বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা সমাজকল্যাণ সেক্রেটারি মোহাম্মদ জারজিস হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমীন, মেহেরপুর সদর উপজেলা আমির মো. সোহেল রানা, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাব্বারুল ইসলাম, মেহেরপুর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রফউ মুকুল, মুজিবনগর উপজেলা আমির মো. খানজাহান আলী, পৌর সেক্রেটারি মো. মনিরুল ইসলাম প্রমুখ।সভা শেষে সোনালী ব্যাংকের সামনে প্রধান কার্যালয় শহীদ তারিক ট্রাস্টের নামে একটি অফিস উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ জানুয়ারি মেহেরপুর ইসলামী ব্যাংকের নীচ থেকে তারিক মুহাম্মদ সাইফুল ইসলামকে আটক করে পুলিশের একটি টিম। পরে রাতে অস্ত্র উদ্ধারের নামে বন্দর নামক স্থানে বন্দুকযুদ্ধে নিহত হয় বলে দাবি পুলিশের। পরিবারের সদস্যরা হত্যা বলে তখন থেকেই অভিযোগ করে আসছে। গত বছরের ৯ সেপ্টেম্বর মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলার সহকারী সেক্রেটারি ছিলেন।