জীবননগরের মাধবপুরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা
বাঁধা দেয়ায় গৃহবধূর গলাই ছুরিকাঘাত
- আপলোড টাইম : ০৬:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার মাধবপুরে এক গৃহবধূকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এতে বাঁধা দেওয়ায় ওই গৃহবধূর গলাই ছুরিকাঘাত করে পালিয়ে যান আশিক (২৮) নামের এক যুবক। গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়। গতকাল সোমবার বিকেল চারটার দিকে জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আশিক একই গ্রামের আহমদ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশের মাঠে খড়ি কুড়াতে যান। এর কিছু সময় পর একই গ্রামের আশিক একটি কলাবাগানের ভেতরে কথা বলার জন্য তাকে ডাকেন। এসময় আশিক ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তার বাম চোখের ওপরে এবং মাথায় কিল ঘুষি মেরে অজ্ঞান করে ফেলেন। পরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা আরও জানান, পরবর্তীতে জ্ঞান ফিরলে ওই গৃহবধূ আবার ধর্ষণে বাঁধা দেন। এসময় আশিক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতেও সুবিধা করতে না পেরে ওই গৃহবধূর গলার বাম পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। এসময় ওই গৃহবধূর অবস্থা খুবই খারাপ হয়ে গেলে আশিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমি ঘটনা শোনামাত্রই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। চিকিৎসকের কাছ থেকে ভিকটিম ও পরিবারের বর্ণনা শুনেছি। তারা ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠিয়েছে। আর ঘটনাস্থলে আমাদের একটি দল গেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’