মৌ চাষে স্বপ্ন দেখছেন হাসান আলী
- আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে মৌমাছি পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন হাসান আলী। তিনি ৮ বছর ধরে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করছেন। হাসান আলী জানান, তিনি এখন মৌমাছি পালন করে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন। তার বাড়িতে বেশ কয়েকটি বাক্স আছে। এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে বিভিন্ন সরিষার জমি ও খেজুর গাছের গোড়ায় রানি মাছি সংগ্রহ করতে পারলেই সমস্ত মৌমাছি বসে চলে আসে।
খালিশপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, মানুষ মৌমাছি দেখে ভয় পায়। আর হাসান মাঠে মাঠে যেয়ে মৌমাছি শিকার করে তার বাড়িতে এনে মধু সংগ্রহ করছে। এটা আসলেই অবাস্তব ঘটনা, যেখানে মানুষ মৌমাছির ভয়ে দৌড়ে পালাই সেখানে হাসান মাছি শিকার করে এবং বস করে তার সাথে নিয়ে আসে। তার এই প্রতিভা দেখে আমরা হতবাক।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদ বিন হেদায়েত সেতু বলেন, যদি মৌমাছি চাষিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং মধুর বাজারজাত করণের ব্যবস্থা করা যায় তাহলে বেকার সমস্যার সমাধান হবে ও কর্মসংস্থানে সৃষ্টি হবে। মৌমাছি চাষ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। বাজারে যে সব মধু বিক্রি হয় সেখানে প্রায় ভেজাল ও চিনি মিশ্রিত মধু বিক্রির অভিযোগ রয়েছে।