গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৬:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ও পৌর বিএনপি এই যৌথ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ। গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় আরও বক্তব্য দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক গোলাম কাউছারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মীসভায় বক্তারা বলেন, আগামীতে দেশকে ঢেলে সাজাতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যমত্যের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে।