দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কে দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত
- আপলোড টাইম : ০৬:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের দর্শনা রেলগেট এলাকায় পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর থেকে গরু নিয়ে ডুগডুগি হাটে যাওয়ার পথে একটি পাওয়ার ট্রলি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পাওয়ার ট্রলির সামনের চাকা ফেটে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। এতে জীবননগরের কুষোডাঙ্গা গ্রামের আবদুল মোমিনের ছেলে ট্রলি চালক মাসুদুর রহমান মাসুদ (২৫), মোটরসাইকেল আরোহী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মজিবার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৪০) এবং একই গ্রামের মশিউর রহমানের ছেলে রকি (৩৫) গুরুতর আহত হন।
দর্শনা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পাওয়ার ট্রলির চালককে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।