দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপলোড টাইম : ০৬:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় কেরু উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী মিসেস ফারজানা সিদ্দিকা রুবা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। তিনি বলেন, ‘ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করে। আমি আজকের আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। এসব চর্চা শিশু-কিশোরদের অবৈধ নেশা থেকে দূরে রাখতে সহায়ক।’
শিক্ষক রাশেদ আহমেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় দিনে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।