আলমডাঙ্গায় পিঠা মেলায় চুরি
- আপলোড টাইম : ০৬:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় পিঠা মেলায় চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছে সাধারণ মানুষ। জানা গেছে, গতকাল সোমবার আলমডাঙ্গায় দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রথম দিনে মেলা প্রাঙ্গণ জমে উঠেছিল। চোখে পড়ার মতো দর্শনার্থীদের ভিড় জমেছিল। মেলা প্রাঙ্গণে ভেলপুরি অ্যান্ড ফুসকা হাউসে ভালো বেচাকেনাও হয়েছিল। সারাদিনের বিক্রয়ের ৩-৪ হাজার টাকা ভিড়ের মাঝে চুরি হয়ে গেছে।
আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের মহিলা উদ্যোক্তা কবিতা খাতুন প্রতিটি মেলার মাঠে স্টল দিয়ে ব্যবসা করেন। কবিতা খাতুন বলেন, ‘সারাদিন খুব ভালো বেচাকেনা করেছি। টাকার কৌটা টেবিলের এক কোণে রাখা ছিল। ফুসকা বানানোর সময় মাথা নীচু করেছি, আর মুখ তুলে দেখি টাকার কৌটা নাই। আমি গরিব। নারী উদ্যোক্তা হয়ে ফুসকা বিক্রয় করে সংসার চালাই। এত বড় পিঠাপুলি উৎসবের মেলা, অথচ এখানে পুলিশ বা আনসার বাহিনীর কোনো সদস্য ছিল না। মেলা প্রাঙ্গণে কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিল না।’