আলমডাঙ্গায় দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন
- আপলোড টাইম : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী পিঠা মেলা-চারু ও কারু শিল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে এই মেলার উদ্বোধন করেন আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু।
তিনি বলেন, এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। সাধারণত পিঠা শীতকালের রসনাজাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে বিশেষ আদরণীয়। এছাড়া আত্মীয়-স্বজন ও মানুষে-মানুষের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলি আয়োজনের উৎসব সবিশেষ ভূমিকা পালন করে। এই মেলায় তারই বহিঃপ্রকাশ ঘটেছে। পিঠাপুলি, চারু ও কারু মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের সকল স্টল ঘুরে দেখেন। গতকাল মঙ্গলবার ও আজ সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভিন, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনা, জান্নাতুল ফেরদৌস ঊষা, রাহিমা সুলতানা রানী প্রমুখ।