আলমডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালা
- আপলোড টাইম : ০৬:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারদী ক্লাস্টারের ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষককে নিয়ে কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে শুরু হয় এই কর্মশালা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র লংরআন থেকে তিলাীয়াত করেন দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম।
রেজিস্ট্রেশন, পরিচয় পর্ব শেষে মূল প্রশিক্ষণের কাজ শুরু করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি.এম.কামাল হোসেন। তাঁর সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার রাকিবুস সালেহীন।
প্রশিক্ষণ চলমান অবস্থায় বেলা একটার দিকে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল। তিনি বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা কাজ বা কর্মকে স্যালুট বা সম্মান করবেন। আপনাদের কাছ থেকে শিশুরা শিক্ষা গ্রহণ করে দেশ অবধি সারা বিশ্বে বিচরণ করবে। আজকের শিশুরায় আগামী দিনের ভবিষ্যৎ। হয়ত আমি একদিন থাকব না। কোনো কিছুই শূন্য থাকে না, পূরণ হয়। তবে আমার চেয়ারে একদিন আপনার পড়ানো শিশুই পূরণ করবে। আপনি যে বেতনটা নিচ্ছেন, সেটা হালাল করে নিবেন। তাহলে পরকালে ও শান্তি পাবেন।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হেদায়েত আলী শাহ ও আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পারদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, সহকারী শিক্ষক তবিবুর রহমান, নাসরিন আক্তার, নাসরিন সুলতানা, আ. আলীম, জামিরুল ইসলাম প্রমুখ।