আলমডাঙ্গায় দিনে-দুপুরে অভিনব কায়দায় চুরি
- আপলোড টাইম : ০৯:৩৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা পৌর শহরের হাই রোডস্থ ওসমানিয়া সুপার মার্কেটের সামনে দিনে-দুপুরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার আনুমানিক বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাই রোডে অবস্থিত ব্যবসায়ী সুবোধ পালের গোডাউন থেকে বস্তায় ভরা ডাল ও মসলা স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য ভ্যানে বোঝাই করা হচ্ছিল। পণ্য পরিবহনের জন্য শ্রমিকরা বারবার গোডাউনে আসা-যাওয়া করছিল। প্রধান সড়ক ও আশপাশের দোকানে লোকজনের চলাচল স্বাভাবিক থাকলেও এই সময়েই চুরির ঘটনাটি ঘটে।
পণ্য পরিবেশনের আগে কর্মচারীরা ডালের বস্তা কমতি লক্ষ্য করেন। পরে পার্শ্ববর্তী সানমুন টেলিকমের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়, আশপাশে ঘোরাফেরা করা এক অপরিচিত ব্যক্তি এক বস্তা ডাল নিয়ে স্বাভাবিকভাবেই সরে পড়ছে। তাকে দেখে কেউ বুঝতে পারেনি যে, সে চুরি করেছে। এ ঘটনা জানার পর আশপাশের ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েন। জনসম্মুখে এ ধরনের চুরির সাহস দেখে সবাই অবাক হন।
এ বিষয়ে সানমুন টেলিকমের মালিক ও আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন বলেন, ‘এর আগেও পাশের দোকান সূর্যমুখী স্টোর ও আলমিরা স্টোরে কয়েকবার প্রকাশ্য দিবালোকে এ ধরনের চুরি হয়েছে। কিন্তু এসব ঘটনার কোনো সুরাহা হয়নি। প্রশাসনের অনাগ্রহের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।’
কুষ্টিয়ার বাসিন্দা সুবোধ পাল জানান, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে আলমডাঙ্গায় গোডাউন নিয়ে ডাল ও মসলার ব্যবসা করছেন। তবে এ ধরনের চুরির ঘটনা তার জীবনে এই প্রথম।