আলমডাঙ্গার ১১ শিক্ষার্থীর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ
- আপলোড টাইম : ০৯:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের এই কৃতিত্বে শিক্ষক ও অভিভাবক মহল আনন্দিত।
জানা গেছে, আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমি (সাবেক আলমডাঙ্গা একাডেমি) থেকে পাঁচজন এবং ব্রাইট মডেল স্কুল থেকে আরও পাঁচজন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও হারদী মডেল একাডেমির এক শিক্ষার্থী ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছেন।
আল-ইকরা ক্যাডেট একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন- আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমানের মেয়ে তাফিয়া নূর (দিনাজপুর মেডিকেল কলেজ), আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামানের মেয়ে নানজিবা রাইছা সিনথিয়া (দিনাজপুর মেডিকেল কলেজ), আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন রেজার ছেলে মো. হামীম রেজা (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), প্রবাসী মানোয়ার হোসেনের ছেলে মো. মাহফুজ হোসেন (নওগাঁ মেডিকেল কলেজ) ও ফজলে রাব্বি টুকুর ছেলে এহসানুল হক বাধন (হবিগঞ্জ মেডিকেল কলেজ)।
ব্রাইট মডেল স্কুলের শিক্ষার্থীরা হলেন- নুসরাত নিতু (কুষ্টিয়া মেডিকেল কলেজ), রাশেদ আলভি (মাগুরা মেডিকেল কলেজ), তানভীর আহমেদ (খুলনা মেডিকেল কলেজ), হুমায়রা ইয়াসমিন হাসু (বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ), নিশি (হবিগঞ্জ মেডিকেল কলেজ)। এছাড়া, হারদী মডেল একাডেমির শিক্ষার্থী শাহরিয়ার ঋতু ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।