দর্শনায় নাবালিকা অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭২ ঘণ্টার মধ্যে নাবালিকা অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে। গত বুধবার বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাবালিকা সিনথিয়া তাসনিম ওরফে বান্নিকে (১৬) একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করা হয়। এ ঘটনায় দর্শনা ইসলাম বাজার পাড়ার আকতার হোসেন বাইলা বাদী হয়ে দর্শনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসআই অনুপ মুখার্জী সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্যপ্রযুক্তি এবং বিশেষ সোর্সের সহায়তায় গতকাল রোববার বিকেল ৪টার দিকে বান্নিকে উদ্ধার এবং অপহরণকারী ইয়াসিন আরাফাত ওরফে সোহানকে (২০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহান মোবারকপাড়া রেল কলোনি এলাকার শাহীন আলীর ছেলে। গতকালই তাকে অপহরণ মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে পুলিশ।