শিরোনাম:
দর্শনায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ২
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
দর্শনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দর্শনায় দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন নেতা-কর্মী আহত হন। এই বিষয়ে দর্শনা থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়। কলেজপাড়ার আবেদের ছেলে সাজ্জাদ হোসেন ও রামনগর গ্রামের মহসিন আলীর ছেলে মানর হোসেন বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় সাড়ে ৩৫০ জনের বিরুদ্ধে দর্শনা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গতকাল রোববার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করে শ্যামপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজ হোসেন (৩২) ও একই গ্রামের মোক্তার আলীর ছেলে সুজন মিয়াকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ
ট্যাগ :