ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আজ থেকে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

আজ সোমবার (২০ জানুয়ারি) থেকে চুয়াডাঙ্গা-যশোর, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-মেহেরপুর এবং চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা (ভায়া হাটবোয়ালিয়া) রুটের সকল যাত্রীবাহী বাসে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম. মঈন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সুপারিশ অনুযায়ী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া চালু করতে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এবং জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ একমত হয়েছে। জেলা সমন্বয়কদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্কুল-কলেজ চলাকালীন সময়ে পরিচয়পত্রসহ নির্ধারিত ড্রেস পরা ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত ভাড়া নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-জীবননগর: ৪০ টাকা, চুয়াডাঙ্গা-দর্শনা: ২০ টাকা, চুয়াডাঙ্গা-দামুড়হুদা: ১০ টাকা, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া: ৬০ টাকা, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা: ২৫ টাকা, চুয়াডাঙ্গা-মুন্সিগঞ্জ: ১৫ টাকা, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ: ৫০ টাকা, চুয়াডাঙ্গা-বদরগঞ্জ: ২০ টাকা, চুয়াডাঙ্গা-সরোজগঞ্জ: ১৫ টাকা, চুয়াডাঙ্গা-মেহেরপুর: ৩৫ টাকা, চুয়াডাঙ্গা-গোকুলখালী: ১০ টাকা ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া: ৩০ টাকা। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এই সিদ্ধান্তে চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, সদস্যসচিব সাফফাতুল ইসলাম এবং মুখ্য সংগঠক সজিবুল ইসলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আজ থেকে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

আপলোড টাইম : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

আজ সোমবার (২০ জানুয়ারি) থেকে চুয়াডাঙ্গা-যশোর, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-মেহেরপুর এবং চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা (ভায়া হাটবোয়ালিয়া) রুটের সকল যাত্রীবাহী বাসে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম. মঈন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সুপারিশ অনুযায়ী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া চালু করতে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এবং জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ একমত হয়েছে। জেলা সমন্বয়কদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্কুল-কলেজ চলাকালীন সময়ে পরিচয়পত্রসহ নির্ধারিত ড্রেস পরা ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত ভাড়া নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-জীবননগর: ৪০ টাকা, চুয়াডাঙ্গা-দর্শনা: ২০ টাকা, চুয়াডাঙ্গা-দামুড়হুদা: ১০ টাকা, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া: ৬০ টাকা, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা: ২৫ টাকা, চুয়াডাঙ্গা-মুন্সিগঞ্জ: ১৫ টাকা, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ: ৫০ টাকা, চুয়াডাঙ্গা-বদরগঞ্জ: ২০ টাকা, চুয়াডাঙ্গা-সরোজগঞ্জ: ১৫ টাকা, চুয়াডাঙ্গা-মেহেরপুর: ৩৫ টাকা, চুয়াডাঙ্গা-গোকুলখালী: ১০ টাকা ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া: ৩০ টাকা। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এই সিদ্ধান্তে চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, সদস্যসচিব সাফফাতুল ইসলাম এবং মুখ্য সংগঠক সজিবুল ইসলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।