ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শহীদ জিয়ার আদর্শে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা, জাতীয় দৈনিকসমূহে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপি আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণই হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু আমাদের পস্তাতে হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন।

এদিকে, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

গতকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তার দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেমের আদর্শ আমাদের কাছে চিরকালীন অনুপ্রেরণা। বক্তারা আরও বলেন, জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে দেশের কৃষি, শিল্প এবং অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশকে স্বাধিকার ও গণতান্ত্রিক চেতনার পথে এগিয়ে নেন। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার নেওয়া নানা পদক্ষেপ আজও প্রাসঙ্গিক।

তারা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে এগিয়ে চলা সময়ের দাবি। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আদর্শ ও কর্মপরিকল্পনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং নতুন প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এসময় তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজী, সদস্যসচিব আজিজুর রহমান আজিজুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান এবং পৌর কৃষক দলের সদস্যসচিব আশাদুল হক জোয়ার্দার আলো।

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর ভি.জে. স্কুল রোডস্থ ছাত্রদলের কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান মাহফিল পরিচালনা করেন। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আশিপুল হক শিপুল, হুমায়ুন কবির আকাশ, মীর শুভ জামান, শাহাবুদ্দিন আহাম্মেদ বুদ্দিন, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, আমান উল্লাহ আমান, আরিফ আহাম্মেদ শিপ্লব, সাইমুম আহাম্মেদ ইকবাল, আব্দুল হাদিদ জিতু, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম আহাম্মেদ শান্ত, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মাহাবুব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমনসহ অন্যান্য নেতাকর্মীরা। গতকাল চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও, চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কলেজের সভাকক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদুর রহমান, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার, তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মো. আক্তার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শমীম রেজা। সার্বিক সহযোগিতায় ছিলেন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা সাগর, হুসাইন, ফারদিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষক বিল্লাস হোসেন।

এদিকে, আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। গতকাল রাত ৮টার সময় উপজেলা জাসাস-এর আয়োজনে শহরের মাছ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাসাসের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর।

বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শিলন, সিনিয়র সহসভাপতি আশরাফ জাহান আবেদ, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বসিরুল আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সদস্য আতিক বিশ্বাস, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কহন কুদ্দুস, সদস্য মিজানুর রহমান মিন্টু, সদস্য বশিরুল আলম, সদস্য তাজুল ইসলাম, সদস্য মীর ফাহিম ফয়সাল, সদস্য নাসিম উদ্দিন, সুশিল কর্মকার, আব্দুস সালাম, জহুরুল হক, হাসিবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরুদ্ধতার পরিচয় দেন। তারা আরও বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো এবং গণতন্ত্র ফিরে পাবো।

এদিকে, দামুড়হুদায় উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল রোববার রাত ৮টায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল।
উপস্থিত ছিলেন সদর বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনছার আলী, হাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনজামামুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ।

অন্যদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় দর্শনা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপির সভাপতি মালেক মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সমন্বয়ক ইকবাল হোসেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুল্লাহ বিশ্বাস।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। বহুদলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর মৎস্যজীবী দলের সভাপতি নজির আমিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন।

এছাড়া, জীবননগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আ. হামিদ, জীবননগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা আ. মোমিন।

একই দিনে পৃথকভাবে জীবননগর মুক্ত মঞ্চে ছাত্রদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসনাত রাসেল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁকে স্মরণ করে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন।

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার-উল-হক। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় জয়লাভ করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, সাবেক আইনবিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, রুমানা আহমেদ, বাকা বিল্লাহ, আজমল হোসেন মিণ্টু, আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

অপর দিকে, ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজনে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন, এ কে এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দার এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ। সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার আদর্শ তুলে ধরে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শহীদ জিয়ার আদর্শে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আপলোড টাইম : ০৯:২৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা, জাতীয় দৈনিকসমূহে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপি আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণই হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু আমাদের পস্তাতে হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন।

এদিকে, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

গতকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তার দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেমের আদর্শ আমাদের কাছে চিরকালীন অনুপ্রেরণা। বক্তারা আরও বলেন, জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে দেশের কৃষি, শিল্প এবং অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশকে স্বাধিকার ও গণতান্ত্রিক চেতনার পথে এগিয়ে নেন। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার নেওয়া নানা পদক্ষেপ আজও প্রাসঙ্গিক।

তারা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে এগিয়ে চলা সময়ের দাবি। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আদর্শ ও কর্মপরিকল্পনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং নতুন প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এসময় তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজী, সদস্যসচিব আজিজুর রহমান আজিজুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান এবং পৌর কৃষক দলের সদস্যসচিব আশাদুল হক জোয়ার্দার আলো।

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর ভি.জে. স্কুল রোডস্থ ছাত্রদলের কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান মাহফিল পরিচালনা করেন। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আশিপুল হক শিপুল, হুমায়ুন কবির আকাশ, মীর শুভ জামান, শাহাবুদ্দিন আহাম্মেদ বুদ্দিন, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, আমান উল্লাহ আমান, আরিফ আহাম্মেদ শিপ্লব, সাইমুম আহাম্মেদ ইকবাল, আব্দুল হাদিদ জিতু, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম আহাম্মেদ শান্ত, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মাহাবুব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমনসহ অন্যান্য নেতাকর্মীরা। গতকাল চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও, চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কলেজের সভাকক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদুর রহমান, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার, তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মো. আক্তার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শমীম রেজা। সার্বিক সহযোগিতায় ছিলেন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা সাগর, হুসাইন, ফারদিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষক বিল্লাস হোসেন।

এদিকে, আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। গতকাল রাত ৮টার সময় উপজেলা জাসাস-এর আয়োজনে শহরের মাছ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাসাসের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর।

বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শিলন, সিনিয়র সহসভাপতি আশরাফ জাহান আবেদ, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বসিরুল আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সদস্য আতিক বিশ্বাস, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কহন কুদ্দুস, সদস্য মিজানুর রহমান মিন্টু, সদস্য বশিরুল আলম, সদস্য তাজুল ইসলাম, সদস্য মীর ফাহিম ফয়সাল, সদস্য নাসিম উদ্দিন, সুশিল কর্মকার, আব্দুস সালাম, জহুরুল হক, হাসিবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরুদ্ধতার পরিচয় দেন। তারা আরও বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো এবং গণতন্ত্র ফিরে পাবো।

এদিকে, দামুড়হুদায় উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল রোববার রাত ৮টায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল।
উপস্থিত ছিলেন সদর বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনছার আলী, হাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনজামামুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ।

অন্যদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় দর্শনা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপির সভাপতি মালেক মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সমন্বয়ক ইকবাল হোসেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুল্লাহ বিশ্বাস।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। বহুদলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর মৎস্যজীবী দলের সভাপতি নজির আমিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন।

এছাড়া, জীবননগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আ. হামিদ, জীবননগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা আ. মোমিন।

একই দিনে পৃথকভাবে জীবননগর মুক্ত মঞ্চে ছাত্রদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসনাত রাসেল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁকে স্মরণ করে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন।

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার-উল-হক। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় জয়লাভ করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, সাবেক আইনবিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, রুমানা আহমেদ, বাকা বিল্লাহ, আজমল হোসেন মিণ্টু, আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

অপর দিকে, ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজনে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন, এ কে এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দার এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ। সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার আদর্শ তুলে ধরে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।