ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদার সুবলপুরে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

ডাক্তারি পরীক্ষা সম্পন্ন, তিনজনের নামে মামলা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার সুবুলপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গতকালই ওই স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মারুফ (২৫) একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের ওই ছাত্রীর সাথে দুই বছর পূর্বে রায়সার বিলে ঘুরতে গিয়ে বাঘাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে মারুফের সাথে পরিচয় হয়। পরে একে অপরের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হয়। তারপর থেকে তার সাথে মারুফের মোবাইল ফোনে কথা চলতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকেলে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে তার মা ছোট মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে রাত সাড়ে ৮টার দিকে মারুফ তার দুই বন্ধুকে সাথে নিয়ে ভুক্তভোগী ছাত্রীর বাড়ির পিছনে এসে মোবাইল নম্বরে ফোন করে আসতে বলেন। ওই ছাত্রী দেখা করতে এলে মারুফ তাকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তাকে সহযোগিতা করেন বাঘাডাঙ্গা গ্রামের গোলামের ছেলে ফরজ আলী ও রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী।

মামলার তদন্তকারী দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ভিকটিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার সুবলপুরে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

ডাক্তারি পরীক্ষা সম্পন্ন, তিনজনের নামে মামলা

আপলোড টাইম : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

দামুড়হুদা উপজেলার সুবুলপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গতকালই ওই স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মারুফ (২৫) একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের ওই ছাত্রীর সাথে দুই বছর পূর্বে রায়সার বিলে ঘুরতে গিয়ে বাঘাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে মারুফের সাথে পরিচয় হয়। পরে একে অপরের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হয়। তারপর থেকে তার সাথে মারুফের মোবাইল ফোনে কথা চলতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকেলে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে তার মা ছোট মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে রাত সাড়ে ৮টার দিকে মারুফ তার দুই বন্ধুকে সাথে নিয়ে ভুক্তভোগী ছাত্রীর বাড়ির পিছনে এসে মোবাইল নম্বরে ফোন করে আসতে বলেন। ওই ছাত্রী দেখা করতে এলে মারুফ তাকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তাকে সহযোগিতা করেন বাঘাডাঙ্গা গ্রামের গোলামের ছেলে ফরজ আলী ও রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী।

মামলার তদন্তকারী দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ভিকটিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।