ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় সাংবাদিক হারুন রাজুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

‘খাইলে খাইছি, দিলে নিছি’

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ১১৫ বার পড়া হয়েছে

দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। যশোর বন্ডেড ওয়ারহাউজ ইনচার্জ এবং যশোর মাদকদ্রব্য গুদামের কর্মরত শ্রমিক দাউদ আলী গতকাল রোববার দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে দাউদ আলী উল্লেখ করেছেন, সাংবাদিক হারুন রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন অসহায়, হতদরিদ্র এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলে তার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আসছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দর্শনা প্রেসক্লাবের নামে ১০ হাজার টাকা অনুদান নিলেও তা ক্লাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে বিষয়টি দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সদস্যদের জানালে তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে, সাংবাদিক হারুন রাজু চাঁদাবাজির সঙ্গে জড়িত। এর প্রেক্ষিতে ২০২২ সালের ১৬ অক্টোবর দর্শনা প্রেসক্লাব থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনা নিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়।

দাউদ আলী আরও অভিযোগ করেছেন, বহিষ্কারের পর থেকে সাংবাদিক হারুন রাজু তাকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দৈনিক মাথাভাঙ্গায় তার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিক হারুন রাজু তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

দাউদ আলী জানান, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে চলতি বছরের ১৪ জানুয়ারি দৈনিক মাথাভাঙ্গায় তার বিরুদ্ধে দ্বিতীয়বার মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দর্শনা প্রেসক্লাব এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্টদের কাছে সাংবাদিক হারুন রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক হারুন রাজু মন্তব্য করেন, ‘খাইলে খাইছি, দিলে নিছি। ও কাকে দিছে, ওই জানে। আমি তো চাঁদা চাইনি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় সাংবাদিক হারুন রাজুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

‘খাইলে খাইছি, দিলে নিছি’

আপলোড টাইম : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। যশোর বন্ডেড ওয়ারহাউজ ইনচার্জ এবং যশোর মাদকদ্রব্য গুদামের কর্মরত শ্রমিক দাউদ আলী গতকাল রোববার দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে দাউদ আলী উল্লেখ করেছেন, সাংবাদিক হারুন রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন অসহায়, হতদরিদ্র এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলে তার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আসছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দর্শনা প্রেসক্লাবের নামে ১০ হাজার টাকা অনুদান নিলেও তা ক্লাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীতে বিষয়টি দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সদস্যদের জানালে তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে, সাংবাদিক হারুন রাজু চাঁদাবাজির সঙ্গে জড়িত। এর প্রেক্ষিতে ২০২২ সালের ১৬ অক্টোবর দর্শনা প্রেসক্লাব থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনা নিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়।

দাউদ আলী আরও অভিযোগ করেছেন, বহিষ্কারের পর থেকে সাংবাদিক হারুন রাজু তাকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দৈনিক মাথাভাঙ্গায় তার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিক হারুন রাজু তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

দাউদ আলী জানান, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে চলতি বছরের ১৪ জানুয়ারি দৈনিক মাথাভাঙ্গায় তার বিরুদ্ধে দ্বিতীয়বার মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দর্শনা প্রেসক্লাব এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্টদের কাছে সাংবাদিক হারুন রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক হারুন রাজু মন্তব্য করেন, ‘খাইলে খাইছি, দিলে নিছি। ও কাকে দিছে, ওই জানে। আমি তো চাঁদা চাইনি।’