জীবননগর হাসাদাহে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপলোড টাইম : ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদল এবং জীবননগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানার উদ্যোগে ১৮০টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজলো যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন মঈন। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল-মামুন, সহসভাপতি শফিকুল আলম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্যসচিব শামীম শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম।