ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গাংনীতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের ৭ জন সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল রোববার বেলা ১১টার দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা বলেন, ‘সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও ১০ জন ইউপি সদস্যের স্বাক্ষরে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুল ইসলামসহ কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসেবে গত ১৩ জানুয়ারি গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্যদের স্বাক্ষর ও সীল জাল করে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা ও অপসারণের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল আহমেদ, ইউপি সদস্য আবুল বাশার, বশির উদ্দিন, নজরুল ইসলাম, আকরাম হোসেন, ফেরদৌসী ও জরিনা খাতুন। এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের ৭ জন সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল রোববার বেলা ১১টার দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা বলেন, ‘সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও ১০ জন ইউপি সদস্যের স্বাক্ষরে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুল ইসলামসহ কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসেবে গত ১৩ জানুয়ারি গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্যদের স্বাক্ষর ও সীল জাল করে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা ও অপসারণের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল আহমেদ, ইউপি সদস্য আবুল বাশার, বশির উদ্দিন, নজরুল ইসলাম, আকরাম হোসেন, ফেরদৌসী ও জরিনা খাতুন। এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।