চুয়াডাঙ্গার কুতুবপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
- আপলোড টাইম : ০৮:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় এই কম্বল বিতরণ করা হয় বলে জানা গেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসে, চুয়াডাঙ্গা সদর থানার যুবদলের সদস্য আরিফ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ইদ্রিস আলী, যুবদল নেতা শফিকুল ইসলাম, যুবদলের নেতা শহিদুল ইসলাম, রুহুল আমিন, ৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল মজিদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ রশিদসহ প্রমুখ।