চুয়াডাঙ্গায় স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নিউ মডার্ন একাদশের শুভসূচনা
- আপলোড টাইম : ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের আয়োজনে এসপিএল সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় শহরের চাঁদমারি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লতিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য আশাবুল হক মুকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, এবং স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আমির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সম্পাদক সুমন আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি হুমায়ুন কবির আকাশ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান আজিজুল, এবং স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শহিদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক মনিরুজ্জামান (খুরু), সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাবুল শেখ (সুজন), প্রচার সম্পাদক সাগর সেন, দাপ্তরিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য রিপন আলী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং অফিস সচিব শ্রী জয়ন্ত পাত্র।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নিউ মডার্ন একাদশ এবং মিয়া ভাই একাদশ। প্রথমে ব্যাটিং করে মিয়া ভাই একাদশ ১১৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ মডার্ন একাদশ নির্ধারিত ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয় এবং ৯ উইকেটে জয়লাভ করে।