ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসব উদ্যাপনে চুয়াডাঙ্গায় সরকারি মহিলা কলেজে

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সরকারি আদর্শ মহিলা কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক ও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি-২০২৫ এর আহ্বায়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। মেধা ও মননের পরিপূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুন-অর-রশীদ এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ। বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করেন দুজন শিক্ষার্থী। এরপরে অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আবৃত্তি, রচনা, সংগীত এবং নৃত্যসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

তারুণ্যের উৎসব উদ্যাপনে চুয়াডাঙ্গায় সরকারি মহিলা কলেজে

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড টাইম : ০৮:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় সরকারি আদর্শ মহিলা কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক ও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি-২০২৫ এর আহ্বায়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। মেধা ও মননের পরিপূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুন-অর-রশীদ এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ। বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করেন দুজন শিক্ষার্থী। এরপরে অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আবৃত্তি, রচনা, সংগীত এবং নৃত্যসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।