প্রকৃত মৎস্যজীবীদের অধিকারসহ ৪ দফা দাবি
চুয়াডাঙ্গায় জলমহাল নীতিমালা প্রণয়নে স্মারকলিপি পেশ
- আপলোড টাইম : ০৮:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
জলাভূমিতে মৎস্যজীবীদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে ৪ দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ ভূমি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কৃষক নেতা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার, সংগঠনের জেলা নেতা ও দলকা-মরাগাঙ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক মোক্তার আলী, মৎস্যজীবীদের আন্দোলনের সংগঠক হোসেন আলী, শেখ ফরিদ, কাজল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু প্রমুখ।
মৎস্যজীবীদের জীবন জীবিকার সংকট সমাধানে চার দফা দাবি হলো- ১. কার্ডধারী প্রকৃত মৎস্যজীবী ছাড়া অন্যত্র ইজারা পদ্ধতি বাতিল করে জলমহালে ‘জাল যার, জল তার’ নীতিতে কার্ডধারী প্রকৃত জেলেদের ন্যায়সঙ্গত মালিকানার স্বীকৃতি দিতে হবে। ২. জলমহালে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাষ্ট্রের অর্থায়নে ও জেলেদের সাথে নায্য উৎপাদনের অংশীদারত্ব চুক্তির মাধ্যমে করতে হবে। ৩. সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত জলমহালে মৎস্যজীবীদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। ৪. বাস্তুতন্ত্রের ক্ষতি না করে জলমহালে মাছের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।