ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
চুয়াডাঙ্গা ট্রাক মালিক গ্রুপের নির্বাচনে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দ্বিবার্ষিক নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের জন্য নির্বাচিত নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় শহরের বাদুরতলায় ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান জেলা ট্রাক মালিক গ্রুপের প্রধান নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গা জজ কোর্টর পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু। শপথ পাঠ থেকে প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, ‘জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের জন্য নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ ছিল ১২ জানুয়ারি বিকেল ৪টা এবং দাখিলের শেষ তারিখ ১৩ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশিত হয় ১৪ জানুয়ারি বিকেল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।’ তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৭টি পদের বিপরীতে শুধুমাত্র ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যেহেতু প্রতিটি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তাই ১৬ জানুয়ারি তারিখে নির্ধারিত ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ভোট গ্রহণের দিনই ১৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।’ পরবর্তীতে তিনি জেলা ট্রাক মালিক গ্রুপের পূর্বের কমিটির থেকে প্রাপ্ত সকল জিনিসপত্র ও ব্যাংক হিসাব তালিকা সর্বসম্মুখে প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন উর-রশিদ টনিক। পরে অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হাজী মো. আলমগীর কবির, সহসভাপতি হাজী মো. শরীফুল ইসলাম (টোকন), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, ইব্রাহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. আশাদুল হক, সড়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক কৌশিক আহমেদ জনি, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মিমেন, এবং নির্বাহী সদস্য মো. আব্দুল লতিফ, মো. মোকারম হোসেন, সেকেন্দার আলী বিশ্বাস, মো. সাঈদ কাইসার আজাদ, মো. তুহিন মিয়া ও মো. রফিকুল আসলাম।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ট্রান্সপোর্ট সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় ট্রাক মালিক গ্রুপের নির্বাচন কমিশনার অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, অ্যাড. আসাদুজ্জামা মিল্টন, ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ট্রাক মালিক গ্রুপের নির্বাচনে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দ্বিবার্ষিক নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

আপলোড টাইম : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের জন্য নির্বাচিত নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় শহরের বাদুরতলায় ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান জেলা ট্রাক মালিক গ্রুপের প্রধান নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গা জজ কোর্টর পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু। শপথ পাঠ থেকে প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, ‘জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের জন্য নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ ছিল ১২ জানুয়ারি বিকেল ৪টা এবং দাখিলের শেষ তারিখ ১৩ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশিত হয় ১৪ জানুয়ারি বিকেল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।’ তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৭টি পদের বিপরীতে শুধুমাত্র ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যেহেতু প্রতিটি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তাই ১৬ জানুয়ারি তারিখে নির্ধারিত ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ভোট গ্রহণের দিনই ১৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।’ পরবর্তীতে তিনি জেলা ট্রাক মালিক গ্রুপের পূর্বের কমিটির থেকে প্রাপ্ত সকল জিনিসপত্র ও ব্যাংক হিসাব তালিকা সর্বসম্মুখে প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন উর-রশিদ টনিক। পরে অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হাজী মো. আলমগীর কবির, সহসভাপতি হাজী মো. শরীফুল ইসলাম (টোকন), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, ইব্রাহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. আশাদুল হক, সড়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক কৌশিক আহমেদ জনি, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মিমেন, এবং নির্বাহী সদস্য মো. আব্দুল লতিফ, মো. মোকারম হোসেন, সেকেন্দার আলী বিশ্বাস, মো. সাঈদ কাইসার আজাদ, মো. তুহিন মিয়া ও মো. রফিকুল আসলাম।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ট্রান্সপোর্ট সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় ট্রাক মালিক গ্রুপের নির্বাচন কমিশনার অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, অ্যাড. আসাদুজ্জামা মিল্টন, ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।