চুয়াডাঙ্গার পরিচিত মুখ ওবাইদুল মাস্টারের প্রয়াণ; আজ দাফন
- আপলোড টাইম : ০৮:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা এম. এ. বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সকলের প্রিয় ওবাইদুল হক জোয়াদ্দার (ওবাইদুল মাস্টার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার ঝিগাতলার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মৃত্যুকালে তিনি, স্ত্রী জিনিয়া খাতুন, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তার পরিবারের সদস্যরা শবদেহ নিয়ে চুয়াডাঙ্গার ঈদগাহপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। আজ সোমবার যোহরের নামাজের পর চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
ওবাইদুল মাস্টার চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে এক পরিচিত নাম। তিনি চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক গোলরক্ষক, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জেলা অ্যাথলেটিক্স কোচ এবং চুয়াডাঙ্গা জেলা স্কাউটের সাবেক জেলা কাব লিডার ও এএলটি ছিলেন। জিনিয়া খাতুন ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে ঝিগাতলার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে রাত ২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।