জীবননগরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল মুদি ও চায়ের দোকান
- আপলোড টাইম : ১০:৩৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার কয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে এক হতদরিদ্র পরিবারের মুদি ও চায়ের দোকান। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহপাড়ার প্রান্তিক কৃষক কামরুল হাসানের ছেলে আমির হামজা বলেন, আমি গ্রামের মানিকতলা নামক স্থানে একটি টোং দোকান দিয়ে সেখানে মুদিখানা মালামাল বিক্রির পাশাপাশি চা বিক্রি করে কোনোভাবে সংসার চালিয়ে আসছিলাম। আমি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যাই। রাত ১টার দিকে লোকজন আমার বাড়িতে এসে জানায় দোকানে আগুন লেগেছে। আমি ঘটনা শুনে গিয়ে দেখি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ও জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও আগুন নিভাতে পারিনি। আগুনের লেলিহান শিখায় দোকান ও দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার আয়ের আর কোনো উৎস থাকলো না।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক ও নির্মম। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি। জীবননগর ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক বলেন, দোকানটি ও দোকানে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ১০-১৫ মিনিট সময় লেগেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে পুলিশি তদন্ত চলছে।