সেনেরহুদায় তীব্র শীতকে উপেক্ষা করে ধান রোপণে ব্যস্ত চাষিরা
- আপলোড টাইম : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
কনকনে শীতের মধ্যে শুরু হয়েছে বোরো ধান রোপণের মৌসুম। তাই তীব্র শীতকে উপেক্ষা করে ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের চাষিরা। সেনেরহুদা গ্রামে অধিকাংশ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, সেচ পাম্পের সাহায্যে খেতে পানি দিচ্ছেন চাষিরা। ধান রোপণ করতে পাওয়ার টিলার ও হালের গরু দিয়ে জমি প্রস্তুত, বীজতলা থেকে চারা সংগ্রহ ও ধান লাগানোর ব্যস্ত সময় পার করছে তারা। পরিবারের চাহিদা মেটাতে ও বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করছেন তারা।
সেনেরহুদা গ্রামের মশিউর রহমান বলেন, এক বিঘা জমিতে ধান লাগাতে ছয়টি শ্রমিক লাগে। প্রতি শ্রমিকের মজুরি দিতে হয় ৪০০ টাকা ও দুপুরে খাবার দিতে হয়। ভোরে কুয়াশার মধ্যে বীজতলা থেকে শ্রমিকরা ধানের চারা সংগ্রহ করে সেগুলো মাথায় করে জমিতে নিয়ে গিয়ে ধান লাগান।
আরেক শ্রমিক পিপাসা বলেন, এখন ধান লাগানোর মৌসুম। এই সময় কাজ বেশি থাকে। মৌসুম শেষ হয়ে গেলে আবার আমাদের কাজ কম হয়ে যাবে। আবার অন্য ফসল লাগানো ও ওঠার সময় আমরা আবার কাজে ব্যস্ত থাকি। এইভাবে আমাদের জীবন জীবিকা নির্ভর করে থাকি।