ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের সঙ্গে শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দিল আরা চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার খেলাধুলা ও খেলা পরিচালনা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া সমিতির গঠনতন্ত্র অনুযায়ী জেলার শারীরিক শিক্ষকদের মধ্য থেকে একজনকে সহসম্পাদক হিসেবে মনোনীত করার প্রস্তাব উত্থাপন করা হয়।
এছাড়া গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলার জন্য শিক্ষা বোর্ড ও উপ-অঞ্চল থেকে বরাদ্দকৃত সরকারি অনুদানের পরিমাণ, আনয়ন সময় এবং ব্যয়ের পদ্ধতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। জেলার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের উপ-অঞ্চলে প্রতিনিধিত্ব করার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ জেলা শিক্ষা কার্যালয় থেকে সরবরাহের বিষয়েও কথা হয়। সভায় আরও আলোচনা হয় জেলা পর্যায়ের খেলাধুলা পরিচালনার জন্য চারটি উপজেলার দক্ষ শারীরিক শিক্ষকদের অন্তর্ভুক্ত করার এবং উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে তাদের তাগিদ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে।
জেলা পর্যায়ের খেলাধুলার সম্ভাব্য বাজেট প্রস্তুত, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, এবং খেলোয়াড়দের উপযুক্ত পুরস্কার নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় প্রতিটি এজেন্ডা গুরুত্ব সহকারে শোনেন জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী এবং তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রউফুন্নাহার রিনা, বর্তমান সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক বাবলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, শিক্ষক নেতা জেএস রফিকুল ইসলাম, মহাসিন কামাল, রফিকুল ইসলাম এবং আ. হাই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের সঙ্গে শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির মতবিনিময়

আপলোড টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দিল আরা চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার খেলাধুলা ও খেলা পরিচালনা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া সমিতির গঠনতন্ত্র অনুযায়ী জেলার শারীরিক শিক্ষকদের মধ্য থেকে একজনকে সহসম্পাদক হিসেবে মনোনীত করার প্রস্তাব উত্থাপন করা হয়।
এছাড়া গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলার জন্য শিক্ষা বোর্ড ও উপ-অঞ্চল থেকে বরাদ্দকৃত সরকারি অনুদানের পরিমাণ, আনয়ন সময় এবং ব্যয়ের পদ্ধতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। জেলার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের উপ-অঞ্চলে প্রতিনিধিত্ব করার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ জেলা শিক্ষা কার্যালয় থেকে সরবরাহের বিষয়েও কথা হয়। সভায় আরও আলোচনা হয় জেলা পর্যায়ের খেলাধুলা পরিচালনার জন্য চারটি উপজেলার দক্ষ শারীরিক শিক্ষকদের অন্তর্ভুক্ত করার এবং উপজেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে তাদের তাগিদ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে।
জেলা পর্যায়ের খেলাধুলার সম্ভাব্য বাজেট প্রস্তুত, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, এবং খেলোয়াড়দের উপযুক্ত পুরস্কার নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় প্রতিটি এজেন্ডা গুরুত্ব সহকারে শোনেন জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী এবং তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রউফুন্নাহার রিনা, বর্তমান সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক বাবলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, শিক্ষক নেতা জেএস রফিকুল ইসলাম, মহাসিন কামাল, রফিকুল ইসলাম এবং আ. হাই।