শিরোনাম:
চুয়াডাঙ্গায় ১৫৫৯তম ‘পদধ্বনি’ সাহিত্য আসর অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর পদধ্বনির ১৫৫৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়। মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় আসরে উপস্থিত লেখক-কবিদের মধ্যে স্বরচিত লেখা পাঠ করেন গুরু কাজল মল্লিক, আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, সুমন মালিক, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মিম্মা সুলতানা মিতা এবং খালেকুজ্জামান রঞ্জু। পঠিত লেখাগুলোর ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, হামিদুল হক মুন্সী, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ হোসেন এবং ইকবাল আতাহার তাজ। আসরে আরও উপস্থিত ছিলেন সরদার আলী হোসেন, অ্যাড. বজলুর রহমান, শেখ সেলিম, শাহজাহান আলী বিশ্বাস, হোসেন মোহাম্মদ ফারুক, হারুন-অর-রশিদ, শেখ পিণ্টু, মিলন প্রমুখ।
ট্যাগ :