বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া
- আপলোড টাইম : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে জেলা মৎস্যজীবী দলের আয়োজিত আলোচনা সভা শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু। সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহাবুল হক, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মৎস্যজীবী দলের নেতা শামীম আহমেদ, আলমগীর বাবু, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন ডিউক, পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম এবং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ডিউক, স্বপন, খলিল প্রমুখ।