ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় থানায় দুই মামলা

ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, এজহারনামীয় আসামি ৫৪

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দর্শনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। দুই মামলাতেই পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টারকে প্রধান আসামি করা হয়েছে। পৃথক দুটি মামলায় মোট এজহারনামীয় আসামি ৫৪ জন। গতকাল শনিবার দর্শনা থানায় হাজির হয়ে কলেজপাড়ার আবেদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন তাঁর দোকান ভাঙচুর, লুটপাট এবং মারধর করে ১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ জানান এবং বাদী হয়ে পরানপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে নাহারুল ইসলাম মাস্টার, মোবারকপাড়ার মনির হোসেনের ছেলে সামাউল হক এবং একই পাড়ার শহীদ হোসেনের ছেলে সোহেবসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, রামনগর গ্রামের মহসিন আলীর ছেলে মনির হোসেন বাদী হয়ে তাঁর দোকান ভাঙচুর, লুটপাট এবং ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ তোলেন। তার দায়েরকৃত মামলায় নাহারুল ইসলাম মাস্টার, মোবারকপাড়ার শহীদ হোসেনের ছেলে সোহেব, পরানপুর গ্রামের মুসা মিয়ার ছেলে রকিবসহ ৩৬ জনকে আসামি করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহতও হন। ঘটনার সূত্রপাত কেরু নির্বাচনের প্রচারণা মিছিল থেকে। পরে ঘটনাটি দর্শনা মোবারকপাড়া, পরানপুর, দক্ষিণ চাঁদপুর, চটকাতলা ও ইসলামবাজার পাড়ায় ছড়িয়ে পড়ে।

দুটি অভিযোগে উল্লেখ করা ভাঙচুরের মধ্যে রয়েছে দর্শনা কলেজপাড়ার সাজ্জাদ হোসেনের দোকান, রামনগর গ্রামের মনির হোসেনের দোকান, চটকাতলায় সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, যুব সংঘের কার্যালয়, মোমিনের চায়ের দোকান, অনির্বাণ থিয়েটার চত্বর, ক্রিকেট টুর্নামেন্টের ব্যানার, স্টেজ, বাউন্ডারি ও প্রয়াত চেয়ারম্যান আক্তারুল ইসলামের ছবি সম্বলিত গেট।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘পুলিশ ঘটনার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় থানায় দুই মামলা

ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, এজহারনামীয় আসামি ৫৪

আপলোড টাইম : ১০:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দর্শনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। দুই মামলাতেই পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টারকে প্রধান আসামি করা হয়েছে। পৃথক দুটি মামলায় মোট এজহারনামীয় আসামি ৫৪ জন। গতকাল শনিবার দর্শনা থানায় হাজির হয়ে কলেজপাড়ার আবেদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন তাঁর দোকান ভাঙচুর, লুটপাট এবং মারধর করে ১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ জানান এবং বাদী হয়ে পরানপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে নাহারুল ইসলাম মাস্টার, মোবারকপাড়ার মনির হোসেনের ছেলে সামাউল হক এবং একই পাড়ার শহীদ হোসেনের ছেলে সোহেবসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, রামনগর গ্রামের মহসিন আলীর ছেলে মনির হোসেন বাদী হয়ে তাঁর দোকান ভাঙচুর, লুটপাট এবং ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ তোলেন। তার দায়েরকৃত মামলায় নাহারুল ইসলাম মাস্টার, মোবারকপাড়ার শহীদ হোসেনের ছেলে সোহেব, পরানপুর গ্রামের মুসা মিয়ার ছেলে রকিবসহ ৩৬ জনকে আসামি করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহতও হন। ঘটনার সূত্রপাত কেরু নির্বাচনের প্রচারণা মিছিল থেকে। পরে ঘটনাটি দর্শনা মোবারকপাড়া, পরানপুর, দক্ষিণ চাঁদপুর, চটকাতলা ও ইসলামবাজার পাড়ায় ছড়িয়ে পড়ে।

দুটি অভিযোগে উল্লেখ করা ভাঙচুরের মধ্যে রয়েছে দর্শনা কলেজপাড়ার সাজ্জাদ হোসেনের দোকান, রামনগর গ্রামের মনির হোসেনের দোকান, চটকাতলায় সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, যুব সংঘের কার্যালয়, মোমিনের চায়ের দোকান, অনির্বাণ থিয়েটার চত্বর, ক্রিকেট টুর্নামেন্টের ব্যানার, স্টেজ, বাউন্ডারি ও প্রয়াত চেয়ারম্যান আক্তারুল ইসলামের ছবি সম্বলিত গেট।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘পুলিশ ঘটনার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’