ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার ইবি থানার ঝাওদিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সোহেল রানা (২১) ও ঝিনাইহের জেলার হরিনাকুণ্ডু থানার মিটুল বিশ্বাসের ছেলে সিয়াম বিশ্বাস (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুশোডাঙ্গা গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে রুহুল আমিন লিংকন তার ডিসকোভারি মোটরসাইকেলটি নিয়ে কুশোডাঙ্গা পশ্চিম মাঠে যান। মোটরসাইকেলটি তার জমির পাশে রাস্তার উপর রেখে জমিতে কাজ কাজ করছিলেন। ওই সুযোগে চোরচক্রটি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেল চুরির বিষয়টি বুঝতে পেরে মাঠে থাকা লোকজনের সাহায়তায় লিংকন চোরচক্রটিকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আক্তার ও মিজনা ঘটানাস্থলে পৌঁছে দুই চোরকে হেফাজতে নেন। একইসাথে চুরি কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ লিংকনের ডিসকোভারি মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়।

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তাকৃত আসামিদের মেধ্যে সোহেল রানার নামে এর আগেও দুটি মামলা আছে। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।’ ওসি আরও বলেন, ‘তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আর কোন কোন ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জান্য রিমান্ডের আবেদন করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার ইবি থানার ঝাওদিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সোহেল রানা (২১) ও ঝিনাইহের জেলার হরিনাকুণ্ডু থানার মিটুল বিশ্বাসের ছেলে সিয়াম বিশ্বাস (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুশোডাঙ্গা গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে রুহুল আমিন লিংকন তার ডিসকোভারি মোটরসাইকেলটি নিয়ে কুশোডাঙ্গা পশ্চিম মাঠে যান। মোটরসাইকেলটি তার জমির পাশে রাস্তার উপর রেখে জমিতে কাজ কাজ করছিলেন। ওই সুযোগে চোরচক্রটি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেল চুরির বিষয়টি বুঝতে পেরে মাঠে থাকা লোকজনের সাহায়তায় লিংকন চোরচক্রটিকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আক্তার ও মিজনা ঘটানাস্থলে পৌঁছে দুই চোরকে হেফাজতে নেন। একইসাথে চুরি কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ লিংকনের ডিসকোভারি মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়।

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তাকৃত আসামিদের মেধ্যে সোহেল রানার নামে এর আগেও দুটি মামলা আছে। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য।’ ওসি আরও বলেন, ‘তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আর কোন কোন ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জান্য রিমান্ডের আবেদন করা হবে।’