আলমডাঙ্গার সন্তান মাগুরা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ওসি রাশেদুল আলমের হৃদরোগে মৃত্যুবরণ
- আপলোড টাইম : ১০:০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার আঠারখাদার সন্তান মাগুরা জেলার গোয়েন্দা শাখায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম (৪৮) কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। রাশেদুল আলম আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের ইউনুছ আলীর ছেলে।
জানা গেছে, গতকাল তিনি তার খুলনা থানাধীন শামসুর রহমান রোডের ভাড়া বাসায় ১৫ দিনের ছুটিতে এসেছিলেন। গতকাল তিনি বাসায় বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। তবে পরীক্ষা-নিরিক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুল আলম দীর্ঘদিন যাবৎ বুকে ব্যথায় অসুস্থ ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাা, ভাই, বোনসহ আত্মীয় সজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসছে। আজ রোববার সকালে নিজ গ্রামে তাকে জানাজা শেষে দাফন করা হবে।