ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে সাত দিন ধরে নিখোঁজ যুবকের লাশ মিললো সেপটি ট্যাংকে

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

নিখোঁজের ৭ দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের একটি সেফটি ট্যাংকি থেকে রুবেল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় সাগর নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্থানীয় সাগান্না ইউনিয়ন পরিষদের আকবর আলী খবর নিশ্চিত করে বলেন, বাদপুকুরিয়া গ্রামের দুলালের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে। ইউপি মেম্বার আকবর আলী আরও জানান, গত শনিবার (১১ জানুয়ারি) বাড়ির সামনে ফারুক হোসেনের চায়ের দোকান থেকে রুবলে নিখোঁজ হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। আজ শনিবার তার লাশ পাওয়া যায় একটি সেফটি ট্যাংকির মধ্যে।

গ্রামবাসী আব্দুল হালিম গাজী বলেন, পুলিশের হাতে আটক সাগর নিহত রুবেলের কাছে ২০০ টাকা পেত। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে। সাগর এলাকায় ছিঁচকে চোর হিসেবেও পরিচিত।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ছাড়া হত্যার মোটিভ ও ক্লু বলা যাচ্ছে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে সাত দিন ধরে নিখোঁজ যুবকের লাশ মিললো সেপটি ট্যাংকে

আপলোড টাইম : ১০:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

নিখোঁজের ৭ দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের একটি সেফটি ট্যাংকি থেকে রুবেল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় সাগর নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্থানীয় সাগান্না ইউনিয়ন পরিষদের আকবর আলী খবর নিশ্চিত করে বলেন, বাদপুকুরিয়া গ্রামের দুলালের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে। ইউপি মেম্বার আকবর আলী আরও জানান, গত শনিবার (১১ জানুয়ারি) বাড়ির সামনে ফারুক হোসেনের চায়ের দোকান থেকে রুবলে নিখোঁজ হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। আজ শনিবার তার লাশ পাওয়া যায় একটি সেফটি ট্যাংকির মধ্যে।

গ্রামবাসী আব্দুল হালিম গাজী বলেন, পুলিশের হাতে আটক সাগর নিহত রুবেলের কাছে ২০০ টাকা পেত। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে। সাগর এলাকায় ছিঁচকে চোর হিসেবেও পরিচিত।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ছাড়া হত্যার মোটিভ ও ক্লু বলা যাচ্ছে না।