ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা
পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (উপকরণ ও সরবরাহ) আবু তাহের সানাউল্লাহ নুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহা. মোজাম্মেল করিম, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. প্রবীর কুমার মন্ডল, সহকারী পরিচালক ওয়ালিয়ুর রহমান, ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া, কোটচাঁদপুরের মেডিকেল অফিসার ডা, সাদমান ফাহিম, সদর উপজেলার ডা. তানিয়া আক্তার তৃপ্তি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন। শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন এলাকার প্রসূতি প্রসূতিত্তোর মা, শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সকল প্রকার সেবা প্রদান ও সেবা সম্পর্কে অবহিত করা হবে।