জীবননগরে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
- আপলোড টাইম : ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জীবননগরে জমি দখলকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় তাঁর স্ত্রী ও কন্যাশিশুকে মারধরের ঘটনাও ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ও কয়া গ্রামের মৃত হাজী আবুল কাশেমের ছেলে আবুল কালাম জানান, তিনি ঘটনার সময় সীমান্ত ইউনিয়ন পরিষদে দলীয় একটি মিটিংয়ে ছিলেন। এসময় বিনা উস্কানিতে একই গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে রুবেল ও রাকিব এবং হরিপুর গ্রামের আয়তুল মণ্ডলের ছেলে হারুন লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে। এসময় তাঁর স্ত্রী রুমা খাতুন ও শিশুকন্যা মাহি ঠেকাতে গেলে তাদেরও মারধর করা হয়।
আবুল কালামের অভিযোগ, একই দলের কর্মী হলেও জমি দখলকে কেন্দ্র করে তাঁর ওপর সন্দেহ করে হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘আবুল কালাম ও তাঁর সহযোগীরা কয়া গ্রামে কয়েকটি ভূমিহীন পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদ করে জমি দখল নিয়েছেন। এই ঘটনার জের ধরে কিছু উত্তেজিত যুবক তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে শুনেছি।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার সময়ই পুলিশ ঘটনাস্থলে ব্যবস্থা নিয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’