উথলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ, দলীয় কার্যালয় উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উথলী বাসস্ট্যান্ড মোড়ে এই কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহসভাপতি লে. কর্নেল (অব.) মনজুর সিদ্দিকী মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আরমান আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইনামুল হোসেন, সদস্যসচিব শাকিল হাসান জিসান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র সহসভাপতি আল আমিন হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন ও সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান। কর্মী সমাবেশ শেষে ফিতা কেটে দলীয় অফিস কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।