মেহেরপুর জেলা মহিলা দলের লিফলেট বিতরণ
- আপলোড টাইম : ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় মুখার্জি পাড়া থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন পাড়ার মোড়ে সামনে গিয়ে শেষ হয় ।
মেহেরপুর জেলা মহিলা দলের উপদেষ্টা রোমানা আহমেদ ও জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি বলেন, আপনারা যদি শেখ হাসিনার বিচার করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে থাকতে হবে। আওয়ামী লীগের সকল দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমর ফারুক লিটন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক মেম্বার জাহানারা খাতুন, মারুফা ইয়াসমিন রাকি, রাকিবা খাতুন, শান্তি, মেরিনা, নুরজাহান প্রমুখ।