সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল কবীর ইকবাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশিক প্রমুখ। এছাড়া সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী ওয়াহিদ হাসান, বাড়াদি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।