চুয়াডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদে প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্যসংগ্রহ শুরু ২০ জানুয়ারি, নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত
- আপলোড টাইম : ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম০২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরকারি বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী এবং জীবননগর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী কাল ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য নেবেন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিলের মধ্যে নিবন্ধন কার্যক্রম (বায়োমেট্রিক গ্রহণসহ) সম্পন্ন হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং পূর্ববর্তী হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ব্যক্তিরাই এবার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য পূরণ করা ফরম-২ এর সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদ, নাগরিক সনদ, বাড়িভাড়া বা হোল্ডিং ট্যাক্সের রসিদ অথবা ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে।
১২ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন ভোটার ও মৃত ভোটারদের তথ্য নির্বাচন কমিশনের সফটওয়্যারে এন্ট্রি ও আপলোড করা হবে। ৫ মে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সিএমএস পোর্টালে প্রকাশ করা হবে।