ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সন্ত্রাসী হামলার শিকার কুমারী ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে আলমডাঙ্গা শহরের তাতী শেডে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম চেয়ারম্যান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হারগাড়ি গ্রামের মৃত মাহাতাব মালিতার ছেলে। তিনি বর্তমানে আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার সময় অজ্ঞাতপরিচয়ে একজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে সে দ্রুত পালিয়ে যান। পালানোর সময় তার মাথায় থাকা হেলমেটটি ঘটনাস্থলের অদূরে পড়ে যায়। এসময় ওই দুর্বৃত্তকে ধাওয়া করা হলেও সে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মাহাবুবুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

কুমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ও মাহাবুবুর রহমানসহ বেশ কয়েকজন তাতী সেডে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময় হঠাৎ করেই হেলমেট পরিহিত এক ব্যক্তি সেখানে আসে এবং কোনো কথা ছাড়ায় মাহাবুবুরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করতে শুরু করে। এসময় আমরা চিৎকার করলে এবং তাকে আটকানোর চেষ্টা করলে ওই দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তার মাথা থেকে হেলমেটটি পড়ে যায়।’

এ ঘটনার নিন্দা জানিয়ে কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘এ হামলা পরিকল্পিত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘মাহাবুবুর রহমানের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের দুটি জখমের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি জখম গুরুতর। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য তাকে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সন্ত্রাসী হামলার শিকার কুমারী ইউপি চেয়ারম্যান

আপলোড টাইম : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে আলমডাঙ্গা শহরের তাতী শেডে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম চেয়ারম্যান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হারগাড়ি গ্রামের মৃত মাহাতাব মালিতার ছেলে। তিনি বর্তমানে আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার সময় অজ্ঞাতপরিচয়ে একজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে সে দ্রুত পালিয়ে যান। পালানোর সময় তার মাথায় থাকা হেলমেটটি ঘটনাস্থলের অদূরে পড়ে যায়। এসময় ওই দুর্বৃত্তকে ধাওয়া করা হলেও সে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মাহাবুবুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

কুমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ও মাহাবুবুর রহমানসহ বেশ কয়েকজন তাতী সেডে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময় হঠাৎ করেই হেলমেট পরিহিত এক ব্যক্তি সেখানে আসে এবং কোনো কথা ছাড়ায় মাহাবুবুরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করতে শুরু করে। এসময় আমরা চিৎকার করলে এবং তাকে আটকানোর চেষ্টা করলে ওই দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তার মাথা থেকে হেলমেটটি পড়ে যায়।’

এ ঘটনার নিন্দা জানিয়ে কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘এ হামলা পরিকল্পিত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘মাহাবুবুর রহমানের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের দুটি জখমের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি জখম গুরুতর। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য তাকে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’