ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১০:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের এরশাদ মঞ্চে দুই দিনব্যাপী এ মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে গঠিত স্টল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের গঠিত বিচারক টিম। পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার এস এম মাহবুব, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল ইসলাম, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েসের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মেলায় মাধ্যমিক পর্যায়ে ১৫টি ও কলেজ পর্যায়ে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করেছে হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট, দ্বিতীয় আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এবং তৃতীয় হয়েছেন হারদী এম এস জোহা ডিগ্রি কলেজ। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

আপলোড টাইম : ১০:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের এরশাদ মঞ্চে দুই দিনব্যাপী এ মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে গঠিত স্টল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের গঠিত বিচারক টিম। পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার এস এম মাহবুব, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল ইসলাম, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েসের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মেলায় মাধ্যমিক পর্যায়ে ১৫টি ও কলেজ পর্যায়ে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করেছে হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট, দ্বিতীয় আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এবং তৃতীয় হয়েছেন হারদী এম এস জোহা ডিগ্রি কলেজ। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।