শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
- আপলোড টাইম : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে গত বুধবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ওয়াজেদ আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জোয়ার্দ্দার জানান, গত বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে ওয়াজেদ আলী এক সঙ্গী নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ও তৌহিদ নামের দুজন আহত হন। পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। পুলিশ মোটরসাইকেল চালকের খোঁজ করছে