ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঝিনাইদহ জেলার আড়াইশ হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানের মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবিদুর রহমান লালু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আলী, এ কে আজাদ, সুব্রত ঘোষ, নাসির উদ্দীন, মেহেদী হাসান, নিতাই ঘোষ প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার কমে গিয়েছে। ফলে হোটেল রেস্তোরাঁ ব্যবসাও আগের মতো নেই। তার ওপর নতুন প্রস্তাবিত বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক ব্যবসায়ীদের জন্য চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীরা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঝিনাইদহ জেলার আড়াইশ হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানের মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবিদুর রহমান লালু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আলী, এ কে আজাদ, সুব্রত ঘোষ, নাসির উদ্দীন, মেহেদী হাসান, নিতাই ঘোষ প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার কমে গিয়েছে। ফলে হোটেল রেস্তোরাঁ ব্যবসাও আগের মতো নেই। তার ওপর নতুন প্রস্তাবিত বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক ব্যবসায়ীদের জন্য চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীরা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে।