গাংনীতে বিএনপির আনন্দ মিছিল
- আপলোড টাইম : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ সবাই খালাস পাওয়ায় মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে গাংনী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে হাসপাতাল বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে গাংনী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান হকা, সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা, যুবদল নেতা মফিজুল ইসলাম, শাহিবুল ইসলাম, ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমন, কৃষক দল নেতা আমিনুলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।