দামুড়হুদায় ৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ শাহীন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক শাহীন (৪০) উপজেলার হাতিভাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মুক্তারপুর মোল্লা বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই নিয়ামুল সঙ্গীয় ফোর্স নিয়ে মুক্তারপুর মোল্লা বাজারে ওঁৎ পেতে থাকেন। পরে হাতিভাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহীন কর্পাসডাঙ্গা দিক থেকে একটি প্রাইভেটকার নিয়ে আসে। গাড়িটি তল্লাশি করে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহীনকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই নিয়ামুল বাদী হয়ে শাহীনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৩৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।’